পদযাত্রায় বাধা দেওয়ার প্রতিবাদে দীঘিনালায় অবরোধ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ সমর্থিত ভূমি রক্ষা কমিটি। আজ সোমবার সকালে শুরু হওয়া এ অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত।
গতকাল রোববার বাবুছড়ামুখি পদযাত্রায় বাধা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে কমিটি। ভূমি রক্ষা কমিটির দাবি- বাবুছড়ায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদরদপ্তর প্রত্যাহার ও জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা।
এ মুহূর্তে দীঘিনালার সঙ্গে খাগড়াছড়ি, বাঘাইছড়ি ও লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, রোববার দুপুরে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু আটকের কথা স্বীকার করেছেন। তিনি জানান, সরকারি কাজে বাধাদান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালানো, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৭০০/৮০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।