অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপ
জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন ‘হোয়াটসঅ্যাপ’ এখন থেকে অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত ফোনগুলোতে ব্যবহার করা যাবে। এ জন্য গুগল প্লেস্টোর থেকে ২.১১.৫২৮ ভার্সন অথবা হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট থেকে ২.১১.৫৩১ ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে।
এর আগে গুগলের প্লেস্টোর থেকে ১০০ কোটি বার ইনস্টল করা হয়েছে অ্যাপটি। বিশ্বের ভয়েস কল এবং ইনস্ট্যান্ট ম্যাসেজিংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হোয়াটস অ্যাপ। এ ধরনের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে ভাইবার, স্কাইপে এবং ফেসবুক ম্যাসেঞ্জার।
অ্যানড্রয়েডে হোয়াটস অ্যাপ চালু করলে তিনটি ট্যাব থাকবে। কলস, চ্যাটস ও কনট্যাক্টস। কল ট্যাবে থাকবে ইনকামিং, আউটগোয়িং এবং মিসড কলগুলো দেখার অপশন। অ্যানড্রয়েড ভার্সনে অন্যদের আমন্ত্রণ জানানো বা কল করার জন্য ‘ইনভাইট’ অপশনটি দীর্ঘ সময় ধরে খোলা থাকবে।
ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ভিওআইপি ব্যবস্থার মাধ্যমে কাজ করে অ্যাপ্লিকেশনটি। এতে বিশ্বের যেকোন প্রান্তের মানুষের সাথে বিনামূল্যে কথা বলা যায়।