বিএনপি জাতির মেরুদণ্ড ভাঙার পরিকল্পনা করেছে : নৌমন্ত্রী
হরতাল ও অবরোধ দিয়ে বিএনপি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ড ভাঙার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে নৌমন্ত্রী এ অভিযোগ করেন।
হত্যা-স০ন্ত্রাস বন্ধ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ওই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শাজাহান খান অভিযোগ করে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর নাতি-নাতনিদের লেখাপড়ার জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছেন। অথচ হরতাল ও অবরোধ দিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করছেন। তাই সব প্রতিবন্ধকতা দূর করে স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান নৌমন্ত্রী।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে পুরানা পল্টন হয়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।