যাত্রীসেবায় ‘বর্জ্য-বাস’
মানুষের বর্জ্যে চলবে যাত্রীবাহী বাস। চলতি মাসেই যুক্তরাজ্যের ১৫ মাইল দীর্ঘ একটি রুটে বাসটি নিয়মিত চলাচল শুরু করবে। তবে চালুর আগেই গত মঙ্গলবার প্রদর্শনের জন্য বাসটি রাস্তায় নামানো হয়েছে। এরই মধ্যে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ব্রিটেনের ৩২ হাজার বাড়ি থেকে মানুষের বর্জ্য সংগ্রহ করা হয়। একই সঙ্গে সংগ্রহ করা হয় গৃহস্থালির বর্জ্য। এ দুই ধরনের বর্জ্য একটি প্রকল্পে নিয়ে তৈরি করা হয় বায়ো মিথেন গ্যাস। এ গ্যাসেই চলে যাত্রীবাহী বাস।
পশ্চিম ইংল্যান্ডের কর্তৃপক্ষ বর্জ্যচালিত যাত্রীবাহী বাসটি চালু করছে। ব্রিস্টলের অ্যাভনমাউথে থাকা বিশেষ প্রকল্পে বর্জ্য থেকে গ্যাস উৎপাদন করা হবে। যাত্রীবাহী বাসটি সেখান থেকেই প্রয়োজনীয় জ্বালানি হিসেবে বায়ো মিথেন গ্যাস সংগ্রহ করবে।
মানুষের বর্জ্যচালিত বাসটিতে ৪০ জনের বসার সুবিধা আছে। গত শরতেই বাসটির উদ্বোধন করা হয়। চলতি মাসের ২৫ তারিখে বাসটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।
প্রকল্পের ব্যবস্থাপক জেমস ফ্রিম্যান বলেন, মানুষের বর্জ্যচালিত যাত্রীবাহী বাসের উদ্যোগটি সফল হলে এমন আরো বাস নামানো হতে পারে। তিনি আরো বলেন, এরই মধ্যেই তাঁদের উদ্যোগ বিশ্ববাসীর নজর কেড়েছে। তাই এমন একটি প্রকল্প নিজেদের শহরে চালু করা বেশ সম্মানের।
জেমস ফ্রিম্যান আরো বলেন, বর্জ্যচালিত বাস মানুষের মধ্যে জ্বালানি ও পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশা করেন।