বাস স্টেশনের আদবকেতা
হরহামেশাই কাজের কারণে আমাদের বাসে চড়তে হয়। এমনকি দূরে কোথাও যেতে হলেও বাস যাতায়াতের অন্যতম মাধ্যম। আবার যখন যানবাহন আসতে দেরি করে তখন আমাদের স্টেশনেই অপেক্ষা করতে হয়। অথচ স্টেশনগুলো আমাদেরই অসাবধানতার কারণে নোংরা হয়, অসচেতনতা আর ভুল কাজের জন্য স্টেশনগুলোর পরিবেশ নষ্ট হয়ে যায়। এমনকি আমাদেরই কারণে ঘটে নানা দুর্ঘটনা। তাই এসব ঝক্কি-ঝামেলা এড়াতে বাসে এবং বাস স্টেশনগুলোতে আমাদের কিছু আদবকেতা মেনে চলা উচিত। মাশা ওয়েবসাইটে বাস স্টেশনের আদবকেতার কিছু দিক তুলে ধরা হয়েছে। চলুন, এক নজরে দেখে নিই স্টেশনে কী কী প্রয়োজনীয় আদবকেতা মেনে চলবেন-
- অগ্রিম টিটিক না কিনে থাকলে স্টেশনে কিছুক্ষণ আগে গিয়ে টিকিট কিনে ফেলুন। এতে ঝামেলা কম হবে।
- অতিরিক্ত ভিড় থাকলে একটু অপেক্ষা করুন। ঠেলাঠেলি না করে স্থির হয়ে চিন্তা করুন কিভাবে টিকিট সংগ্রহ করবেন।
- লাইনে দাঁড়িয়ে টিকিট কিনুন। লাইন ভেঙে অযথা ঝামেলা করার চেষ্টা করবেন না।
- অযথা প্ল্যাটফর্মের ভিতর হাটাহাটি করবেন না। অন্য যাত্রীদের জন্য ঝামেলা না করাই ভালো।
- যেকোনো যানবাহনে ফোনে কথা না বলাই ভালো। আর কথা একান্ত বললেও নিম্নস্বরে বলার চেষ্টা করুন।
- যাত্রাপথে লাউডস্পিকারে গান শুনবেন না। হেডফোনে গান শোনার চেষ্টা করুন।
- প্রয়োজনীয় সব কাগজ যেমন-টিকিট, পাসপোর্ট সাবধানে রাখুন।
- কুলিকে মালামাল দিলে তার দিকে নজর রাখুন। না হলে মালামাল হারানোর সম্ভাবনা থাকবে।
- নিজের প্রয়োজনীয় মালামাল নিয়ে সচেতন থাকুন। হারিয়ে গেলে অযথা ঝামেলায় পড়তে পারেন।
- স্টেশনে অপরিচিত কারো সাথে কথা বলতে যাবেন না। কেউ কিছু খেতে দিলে খাবেন না।
- কারো সাথে যদি পরিচয় হয়ে যায় তাকে নিজের গুরুত্বপূর্ন তথ্য যেমন- ফোন নম্বর, বাসার ঠিকানা দিবেন না।
- স্টেশনে কোনো কিছুর প্যাকেট বা পানির বোতল এদিক ওদিক ফেলবেন না। ডাস্টবিনে ফেলার চেষ্টা করুন।
- টিকিট রিজার্ভেশন থাকলে লিস্ট ভালো করে দেখে নিন। ভুলে আপনার নাম নাও থাকতে পারে। এমন হলে সময় থাকা অবস্থায় পুনরায় টিকিট নেওয়ার চেষ্টা করুন।
- স্টেশনের এনাউন্সমেন্ট ঠিকমতো শুনুন। কোনো সমস্যা হলে আগে থেকেই জানতে পারবেন।
- কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ইনকোয়ারি অফিসে যোগাযোগ করুন।
- প্ল্যাটফর্মে অপেক্ষা করাকালীন উচ্চস্বরে কথা বলবেন না। এতে অন্য যাত্রীরা বিরক্ত হতে পারে।