ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন
দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া ও ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার নিরসন করার দাবি জানান শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
দাবি আদায়ে এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে ক্যাম্পাসে যেতে চাইলে কাস্টম মোড়ে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ।
শিক্ষার্থীরা বলেন, আগামী ১৮ মার্চের মধ্যে ক্যাম্পাস খুলে ক্লাস-পরীক্ষা চালু না হলে শিক্ষার্থীরা যে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে, সেই আল্টিমেটামের অংশ হিসেবে উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে ক্যাম্পাসে যাচ্ছিলেন তাঁরা।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় তাঁদের ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি।
গত ৩০ নভেম্বর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর আগেও এক সপ্তাহ ধরে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়।