চাঁদপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থীর বাড়িঘর ভাঙচুর
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সাংসদ লায়ন হারুনুর রশিদের বাড়িঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের মান্দারখিল গ্রামের পাটওয়ারী বাড়িতে দুর্বৃত্তরা ঘণ্টাব্যাপী এ হামলা চালায়।
এলাকাবাসী জানায়, ঘটনার সময় ৬০ থেকে ৭০টি মোটরসাইকেলে চড়ে শতাধিক দুর্বৃত্ত অতর্কিতভাবে লায়ন হারুনুর রশিদের বাড়িতে ঢুকে হৈ হুল্লোর ও চিৎকার দিয়ে তাঁর দোতলা পাকা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার সময় হারুনের ঘরে কেউ ছিলেন না। বাড়ির তত্ত্বাবধায়ক রুবেল ঘরটিতে তালা বন্ধ করে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন।
এ ঘটনার পর লায়ন হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি।’