জীবননগরে সংঘর্ষে একজন নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রীপাড়া এলাকায় গতকাল সোমবার রাতে চা দোকানের বকেয়া পরিশোধ নিয়ে সংঘর্ষে আবদুস সালাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে মিস্ত্রীপাড়া এলাকায় একটি চায়ের দোকানে যান আবদুস সালাম। সেখানে তাঁর ভাতিজা শহিদুল ইসলাম এলে আবদুস সালাম বকেয়া ১৫২ টাকা পরিশোধ করতে বলেন। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় শহিদুল, তাঁর ভাই মহিদুল ও আসাদুল একত্র হয়ে দুই চাচা আবদুস সালাম ও কালামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সালাম ও শহিদুল গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে সালামের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানান, আহত শহিদুলকে পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সালামের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।