সহিংসতার পরিকল্পনার অভিযোগে অস্ত্রসহ ২ ইউপিডিএফ সদস্য আটক
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় অবৈধ রাইফেল, গুলিসহ আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত খীসা পক্ষের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার রাইন্ন্যামাছড়া নামক এলাকা থেকে গুইমারা সেনা রিজিয়নের সদস্যরা তাদের আটক করেন।
আটক দুজন হলেন লক্ষ্মীছড়ির রাইন্ন্যামাছড়ার সুমন্ত চাকমা (২০) ও একই এলাকার দিপঙ্কর চাকমা (২২)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দাসূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিবিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ প্রসিত পক্ষের মনোনীত স্বতন্ত্র প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয় লাভ করতে ব্যর্থ হয়। নির্বাচনের ফলাফলে তারা অত্যন্ত আশাহত। ফলে নির্বাচন পরবর্তী সহিংসতা পরিকল্পনা করে তারা। সংবাদপ্রাপ্তির পর, গুইমারা সেনা রিজিয়নের অধীনস্ত লক্ষ্মীছড়ি সেনা জোন থেকে একটি টহল দল আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাইন্ন্যামাছড়া নামক এলাকা থেকে দুজনকে আটক করে। এ সময় অপর দুজন সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ঢালুতে লাফ দিয়ে পালিয়ে যায়। আটক সন্ত্রাসীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এমফোরএ১ অস্ত্র, একটি ম্যাগাজিন, ৫৩টি তাজা গুলি, একটি পোচ, একটি সিলিং, একটি দা, দুটি অবৈধ চাঁদা আদায়ের রশিদসহ একাধিক মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ইউপিডিএফের প্রসিত পক্ষের কর্মী বলে দাবি করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
লক্ষ্মীছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেনুর জানান, আটক দুই সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।