ব্রণ, সমাধান কী
সাধারণত তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা হয়ে থাকে। নিয়মিত ত্বকের যত্ন না নেওয়া, ভাজাপোড়া খাওয়া এবং হরমোনের পরিবর্তনের কারণেও ব্রণ হতে পারে। অনেক সময় ব্রণের কারণে মুখে দাগ হয়ে যায়, যা সহজে দূর হয় না।
রেড বিউটি স্যালনের নির্বাহী পরিচালক আফরোজা পারভীন বলেন, ‘ব্রণ দূর করতে চাইলে সবার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। যেকোনো রাসায়নিক দ্রব্য থেকে দূরে থাকুন এবং মুখে যতটা সম্ভব প্রসাধনী বা ফেস প্যাক এড়িয়ে চলুন। দেখবেন, ধীরে ধীরে ব্রণ দূর হয়ে যাবে।’
ব্রণ সমস্যার সমাধানে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন। চলুন, একনজরে দেখে নিন এ সমস্যার সমাধানে নিয়মিত কী কী বিষয় মেনে চলবেন :
- প্রতিদিন মুখ পরিষ্কার করতে হবে। তবে ফেসওয়াশ ব্যবহার না করাই ভালো।
- খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। ভাজাপোড়া একদমই খাওয়া যাবে না। চর্বিজাতীয় খাবারও এড়িয়ে চলুন।
- প্রতিদিন পাঁচ থেকে সাতবার শুধু পানি দিয়ে মুখ ধুতে হবে। এতে ময়লা জীবাণু থেকে ত্বক রক্ষা পাবে।
- মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন। এ ধরনের ফেসওয়াশ না থাকলে ময়দার সঙ্গে দুধ মিশিয়ে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে মুখের ময়লা দূর হবে।
- ভালো মানের একমি জেল ব্যবহার করতে হবে। এতে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ত্বক হবে উজ্জ্বল।
- মালটা বা কমলার রস দিয়ে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এই ম্যাসাজে ব্রণ দূর হয় এবং এতে ত্বক নরম ও মসৃণ হয়।
- পর্যাপ্ত পরিমাণ ঘুমান। ঘুম ত্বককে সুস্থ রাখে এবং ব্রণ সমস্যার সমাধান করে।
- প্রচুর পরিমাণে পানি খান। দাগহীন সুন্দর ত্বকের জন্য পানি বেশ কার্যকর।