ইবি খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস খুলে দেওয়া এবং ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে ইবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. লোকমান হাকিম একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আজ বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া-ঝিনাইদহ পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে ইবি প্রশাসন। এ বৈঠক শেষে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ক্লাস-পরীক্ষা চালু করা হবে। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার জন্য নির্দিষ্ট সময় না পেয়ে তাঁদের কর্মসূচি পালন করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ ব্যাপারে উপাচার্য ড. আবদুল হাকিম সরকার এনটিভি অনলাইনকে বলেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সর্বপরি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুতই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করা হবে।
উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান এনটিভি বলেন, সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য দুই জেলার প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করে তাদের বিষয়টি অবগত করে সবার প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ইবি ক্যাম্পাস।