কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা
কুষ্টিয়ায় চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ইটভাটাগুলোর চিমনি ভেঙে দেওয়া হয়।
ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এই অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজার নেতৃত্বে অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি যৌথ দল আজ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের চারটি ইটভাটায় অভিযান চালায়। এ সময় আলামপুরের একটি ইটভাটাকে এক লাখ টাকা, বিত্তিপাড়ার ইটভাটাকে ৮০ হাজার এবং হরিনারায়ণপুরের দুটি ইটভাটায় এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেওয়া কুষ্টিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক শাহজাহান সিরাজ বলেন, কোনো নিয়ম না মেনেই এসব ইটভাটা চলছিল। সেগুলোকে আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে জরিমানাও। ভবিষ্যতে এ ধরনের অবৈধ আরো ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।