ছাত্রকে পেটানোয় শিক্ষককে কারাদণ্ড
কুমিল্লার চান্দিনায় এক স্কুলশিক্ষার্থীকে বেধড়ক পেটানোর দায়ে মো. আফসার উদ্দিন (২৫) নামের এক শিক্ষককে তিনদিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলা সদরের মিশন পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত আফসার উদ্দিনের বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার দুপুরে মিশন পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মো. মহিউদ্দিন উষানকে (১০) দুষ্টুমির অভিযোগে স্কেল দিয়ে বেধরক পেটান শিক্ষক আফসার উদ্দিন। এতে ওই শিশুর পিঠে আঘাতের দাগ বসে যায়। এরপর ওই ছাত্রকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করান বাবা আলমগীর হোসেন। চিকিৎসা শেষে আলমগীর চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদের কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও পুলিশের সহযোগিতায় আফসার উদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ অভিযুক্ত শিক্ষককে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একদিনের কারাদণ্ডাদেশ দেন।
এ ব্যাপারে মিশন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, পিটুনির সময় তিনি বিদ্যালয়ে ছিলেন না। পরে বিদ্যালয়ে এসে ঘটনা জানতে পারেন।