ফেনীতে দগ্ধ পাঁচজনকে কুমেক হাসপাতালে ভর্তি
ফেনীর দাগনভুঞার ট্রাকে পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালক ইউছুফসহ পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় দুটি অ্যাম্বুলেন্সে করে তাদের কুমিল্লায় নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমিল্লা বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. সায়েম। তিনি জানান, পাঁচজনের মধ্যে চালক কুমিল্লার বুড়িচং উপজেলার কাকিয়ারচর গ্রামের রোস্তম মিয়ার ছেলে ইউছুফ মিয়ার শ্বাসনালিসহ শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আহত অন্যরা হলেন বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের মো. লেয়াকত আলীর ছেলে রোকন, একই গ্রামের মফিজ মিয়ার ছেলে ওয়াসিম, একই উপজেলার চান্দদোশা গ্রামের সরুজ মিয়ার ছেলে আবুল হোসেন এবং একই উপজেলার এতবারপুর গ্রামের তজু মিয়ার ছেলে বরিউল ইসলাম। তাঁদের শরীরের ৬ থেকে ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
ট্রাকচালকের সহকারী রোকন জানান, শুক্রবার ভোরে নিমসার বাজার থেকে সবজি নিয়ে ফেনী হয়ে নোয়াখালীর বসুর হাটে যাওয়ার পথে ফেনীর দাগনভূইঞা এলাকায় ট্রাকটিতে পেট্রলবোমা হামলা হয়। মাতুভূঞা এলাকার ব্রিজের পশ্চিম পাশে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ভ্যানটিতে আগুন ধরে যায়।