নেত্রকোনায় কলেজছাত্রকে হত্যা
নেত্রকোনায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রুবেল খান (২২) নামের ওই ছাত্র গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ শনিবার নেত্রকোনা কোর্ট স্টেশনের প্লাটফর্মে তাঁকে গুরুত্বর আহত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়।
রুবেল নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া এলাকার জজ মিয়ার ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহত রুবেলের পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে রুবেলকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। আজ সকালে এক ব্যক্তি নেত্রকোনা কোর্ট স্টেশনের প্লাটফর্মের পশ্চিম পাশে রুবেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। রুবেলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রুবেলের মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে।