পেট্রলবোমা কেড়ে নিল শরীফুলের জীবন ও সম্পদ
টানা চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন চাঁদপুরে পেট্রলবোমায় দগ্ধ ট্রাকমালিক খন্দকার শরীফ উদ্দিন (৩৮)। আজ রোববার দুপুর সোয়া ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। তাঁর বাড়ি যশোরে।
গত ১৮ মার্চ রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুর হরিনা ফেরিঘাটে যাওয়ার পথে চান্দ্রা সড়ক এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে ট্রাকচালক জাহাঙ্গীর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া দগ্ধ হন খোরশেদ (৩০), রুবেল (৩৮) ও শরিফ।
আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৯ সেপ্টেম্বর ভোরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে খোরশেদের শরীরের ৩৫ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ এবং শরীফ উদ্দীনের ৮৮ শতাংশ পুড়ে গিয়েছিল। সবার বাড়িই যশোর অঞ্চলে।
শরীফ উদ্দীনের বোন জোনাকি বেগম এনটিভি অনলাইনকে জানান, কিছুদিন আগেই ৩৩ লাখ টাকা দিয়ে ট্রাকটি কিনেছিলেন শরীফ। সর্বস্ব দিয়ে কেনা সেই ট্রাকও পুড়ে গেছে, তিন সন্তানের জনক তাঁর ভাইও মারা গেছে। এ অবস্থায় শরীফের স্ত্রী নার্গিস বেগম কীভাবে দিন কাটাবেন সেটাই এখন সবচেয়ে ভাবাচ্ছে তাঁকে।