একসাথে তিন হাজার শিশুর জন্মদিন পালন
দেশে অনেক শিশুই আছে যারা জন্মদিন পালন করতে পারে না। এমন প্রায় তিন হাজার শিশুর জন্মদিন পালন করা হয়েছে খুলনার মংলায়। আজ মঙ্গলবার সকালে মংলার সেন্ট পলস হল রুমে এ উৎসবের আয়োজন করা হয়।
স্পন্সরশিপ ব্যবস্থাপনা প্রজেক্টের উদ্যোগে এ উৎসবের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সকালে দুই হাজার ৯২০ জন দরিদ্র শিশুকে নিয়ে কেক কেটে তাদের জন্মদিনের উৎসব পালন করা হয়। এ সময় প্রত্যেক শিশুকে জন্মদিনের উপহার সামগ্রী ও উন্নতমানের খাবার দেওয়া হয়। জন্মদিন পালনকে ঘিরে সেখানে সৃষ্টি হয় এক আনন্দ ঘন পরিবেশ। শিশুদের সাথে উপস্থিতে ছিলেন তাদের অভিভাবকরাও।
ব্যতিক্রম এ আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মংলার এডিপি ম্যানেজার লাবলু খান ও প্রজেক্ট ম্যানেজার সুবাস মণ্ডলসহ অন্যরা।
সংস্থাটি ১৯৯৯ সাল থেকে দরিদ্র শিশুদের নিয়ে এ জন্মদিন উৎসব পালন করে আসছে।