বানানা চকলেট মিল্কশেক
আজকের রেসিপির নাম ‘বানানা চকলেট মিল্কশেক’। কলা ও চকলেটের মিশেলে তৈরি মজাদার মিল্কশেকের এই রেসিপি দেওয়া হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায়। জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন বানানা চকলেট মিল্কশেক।
উপকরণ
কলা দুটি, লো ফ্যাট দুধ এক গ্লাস, মধু স্বাদের জন্য, চকলেট সিরাপ, চকলেট আইসক্রিম ও বরফ।
প্রস্তুত প্রণালি
বরফ ও আইসক্রিম বাদে সব উপকরণ একটি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এর পর এতে চকলেট সিরাপ দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে বরফ ও আইসক্রিম দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ সুস্বাদু বানানা চকলেট মিল্কশেক।