খাগড়াছড়িতে সাংসদ বাসন্তী চাকমার কুশপুত্তলিকা দাহ, অপসারণ দাবি
পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমাকে সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ করেছে উপজেলাবাসী। বিক্ষোভ থেকে সংসদে দেওয়া বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
আজ সোমবার সকালে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে মাটিরাঙ্গা উপজেলা শহরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। পরে বাসন্তী চাকমার কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়।
এ সময় বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক, সম্পাদক সুভাষ চাকমা, সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ, মাটিরাঙ্গা পৌর কাউন্সিলর আব্দুল খালেক, বাজার জামে মসজিদের ইমাম হারুনর রশিদ প্রমুখ।
পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা সাংসদ বাসন্তী চাকমার অপসারণের দাবিতে আজ সোমবার খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় বিশাল মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
অন্যদিকে জেলার রামগড় উপজেলায় আজ মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন থেকে বাসন্তী চাকমাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাঙালি ছাত্র পরিষদের আহ্বায়ক মো. সাইফুল, যুগ্ম আহ্বায়ক সিহাব রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে যখন পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন সংসদে বাসন্তী চাকমা পার্বত্য অঞ্চল নিয়ে উগ্র সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে তা নষ্ট করার পায়তারা চালাচ্ছে। পাহাড়ের অধিবাসী ও সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে হেয় করছে।
পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা সাংসদ বাসন্তী চাকমার অপসারণের দাবিতে আজ সোমবার খাগড়াছড়ির রামগড় উপজেলায় মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
সমাবেশ থেকে অবিলম্বে সংসদে দেওয়া বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যাহার, ক্ষমা চাওয়া এবং সংসদ সদস্য থেকে পদত্যাগ করার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে পদ থেকে অপসারণ করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।
এদিকে মানববন্ধনের কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।