গুগল অনুবাদে যোগ হলো চার লাখ বাংলা শব্দ
গুগল অনুবাদে আজ বৃহস্পতিবার প্রায় চার লাখ বাংলা শব্দ যোগ করেছেন স্বেচ্ছাসেবীরা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মিলনায়তনে বেলা ১১টায় শব্দ অন্তর্ভুক্তি পর্বের আয়োজন শুরু হয়।
‘বাংলার জন্য চার লাখ’ শিরোনামের অনুষ্ঠানটির উদ্বোধনীতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, যুগ্ম সচিব মো. হারুনর রশিদ, গুগল ডেভেলপার গ্রুপ বাংলার (জিডিজি বাংলা) প্রধান উপদেষ্টা মুনির হাসান ও কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জিডিজি বাংলা ও বিসিসি এ অনুষ্ঠানের আয়োজক। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের অনুবাদ সেবার উন্নয়নের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলা ভাষার ব্যবহার ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
ফেসবুকের ইভেন্ট পেজে জানানো হয়েছে, ২৬শে মার্চের রেকর্ডের পরও চলবে বাংলাকে সমৃদ্ধ করার কার্যক্রম। পয়লা বৈশাখ পর্যন্ত যিনি সবচেয়ে বেশি অনুবাদ করবেন, তিনি সিঙ্গাপুরে গুগল অফিস দেখে আসার সুযোগ পাবেন। এ ছাড়া এক হাজারের বেশি অনুবাদ করলে পাওয়া যাবে গুগলের ইলেকট্রনিক সার্টিফিকেট। থাকছে অন্যান্য পুরস্কারও। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, এই ঠিকানায় যে কেউ যে কোনো সময় নতুন শব্দ বা বাক্য যোগ করতে পারবেন।
জিডিজি বাংলার প্রধান উপদেষ্টা মুনির হাসান জানান, সারা দেশে চার হাজার মানুষ সরাসরি অংশ নিয়েছে আমাদের অনুষ্ঠানগুলোতে। আমরা সারা দেশ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। ইভেন্টগুলো আয়োজনে কাজ করেছে আমাদের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী। দেশের মোট ৮১টি স্থান থেকে বাংলা শব্দ যুক্তির কাজটিতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০০ জনেরও বেশি শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শহীদ মিনারে গুগল ট্রান্সলেশনের কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। এ ছাড়া অস্ট্রেলিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ থেকেও অনেকে শব্দ সংযুক্তির কাজটি করেছেন।
জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস বলেন, শব্দ যুক্ত করা যাবে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত। এ ছাড়া যেহেতু গুগল প্রতিটি দেশে স্থানীয় সময় অনুযায়ী কাজ করে, তাই বিশ্বের যেকোনো প্রান্তের স্থানীয় সময় ২৬ মার্চ রাত ১২টা পর্যন্ত শব্দভুক্তির কাজটি চলবে।