দীঘিনালায় ভোট বর্জন করে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা
কেন্দ্র দখল, জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছেন তিন প্রার্থী।
নির্বাচন চলাকালে আজ সোমবার দুপুর ১২টার দিকে দীঘিনালা উপজেলায় জেএসএস এমএন লারমা সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী প্রফুল্ল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান সমদা নন্দ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী গোপাদেবী চাকমা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে এই অবরোধ ডাকেন।
এ ছাড়া আজ মহালছড়ি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ক্যাজাই মারমা, জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কাকলী খীসা ও মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভোট বর্জনের ঘোষণা দেন।
ভোট গ্রহণ পরিস্থিতি নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে জেলার পানছড়ি উপজেলার তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাহিদুল ইসলাম।
দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী ভোট কেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ পাঁচটি গুলি করে। দায়িত্বরত টিএসআই মোতাহের হোসেন গুলি করার কথা স্বীকার করেছেন।
জেলার আট উপজেলার মধ্যে দীঘিনালা উপজেলা ছাড়া অন্য উপজেলাগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। দুপুরের পর অনেক কেন্দ্র ফাঁকা হয়ে যায়। অন্যদিকে দীঘিনালা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের ব্যাপক উপস্থিতি। সকাল ৮টার আগ থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাহাড়ি-বাঙালি নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী কেন্দ্রে আজ সোমবার ভোটারদের সারি। ছবি : এনটিভি
এবার খাগড়াছড়িতে আওয়ামী লীগ, পাহাড়ি আঞ্চলিক সংগঠনের সদস্যসহ আট উপজেলায় মোট ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২১, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন। তবে খাগড়াছড়ি সদর ও মানিকছড়িতে প্রার্থী না থাকায় আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৭৫টি কেন্দ্রের মধ্যে ১৫৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে নেওয়া হয় অতিরিক্ত সর্তকতা। মাঠে ছিল সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি।
এর মধ্যে লক্ষ্মীছড়ি, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় দুটি আঞ্চলিক দলের প্রার্থী থাকায় অতিরিক্ত আরো এক প্লাটুন করে বিজিবি মোতায়েন ছিল। তিনটি দুর্গম কেন্দ্রে নির্বাচনী মালামাল পরিবহনসহ নির্বাচনী কাজে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার।
গতবারের উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির নয়টি উপজেলার মধ্যে আওয়ামী লীগ শুধু মানিকছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জয় পায়। রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায় বিএনপি, মহালছড়ি উপজেলা পরিষদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) এবং অন্য পাঁচটি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জয় লাভ করে প্রসীত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত প্রার্থীরা।