নেত্রকোনা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে।
আজ শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন হায়দার জাহান চৌধুরী (৩৩)। সম্পাদক হয়েছেন মুখলেছুর রহমান খান (২৭)।
এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে আলপনা বেগম, কোষাধ্যক্ষ এ কে এম আবদুল্লাহ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম রাজা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ভজন দাস নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে আল আজাদ, খলিলুর রহমান শেখ ইকবাল, নাজমুশ শাহাদাৎ নাজু ও শিমুল মিলকী নির্বাচিত হয়েছেন।
গঠনতন্ত্র মোতাবেক জেলা প্রশাসক এই প্রেসক্লাবের সভাপতি। প্রেসক্লাব নির্বাচনে ১২টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ৬৯ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রেসক্লাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।