মাসে এক হাজার লোক আইএসে যোগ দিচ্ছে : আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তাঁর দেশে প্রতি মাসে এক হাজারের মতো নতুন সদস্য যোগ দিচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস)। গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
‘সিক্সটি মিনিটস’ নামে ওই সাক্ষাৎকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানে আসাদকে জিজ্ঞাসা করা হয়, সিরিয়ায় সেপ্টেম্বরে শুরু হওয়া বিমান হামলায় তিনি কতটা সুবিধা পেয়েছেন। জবাবে আসাদ বলেন, কিছু এলাকায় সুবিধা পাওয়া গেছে। তবে সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর থেকে আইএস বিস্তৃত হয়েছে।
২০১১ সাল থেকে ইসলামপন্থী ও অন্য বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ইরাক, লিবিয়া ও অন্যান্য এলাকায় আল-কায়েদার সঙ্গে যুক্ত সংগঠনগুলো আইএসের অনুগত হচ্ছে। এটাই বর্তমান পরিস্থিতি।