ট্রেনের টিকেট ১২০ দিন আগেই!
ভারতে নিরাপদ ও স্বল্প ব্যয়ে যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম ট্রেন। কিন্তু ১২০ কোটির বেশি মানুষের দেশটিতে অনেক সময় ট্রেনের টিকেটই হয়ে যায় সোনার হরিণ। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে হিমশিম খেতে হয় যাত্রীদের। দেরিতে হলেও বিষয়টির সমাধানে এগিয়ে এসেছে সরকার। এখন থেকে যাত্রার দিনের ১২০ দিন (চার মাস) আগেই ট্রেনের অগ্রিম টিকেট বুকিং করতে পারবেন যাত্রীরা।
এনডিটিভির খবরে বলা হয়, চলতি বছরের ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেসসহ বিশেষ কয়েকটি ট্রেনে ১২০ দিন আগে টিকেট কাটার সুযোগ থাকবে না। ওই ট্রেনগুলোতে ৩০ দিন আগে অগ্রিম টিকেট কাটা যাবে।
রেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ব্যস্ততম সময়ে (পিক আওয়ার) অনলাইনে একটি আইডি থেকে একটি মাত্র টিকেট বুকিং দেওয়া যাবে। আগে ব্যস্ততম সময়ে একজন ব্যক্তি অনলাইনে একাধিক টিকেট সংগ্রহ করতে পারতেন। এখন থেকে এ সুযোগ আর থাকছে না। অনলাইনে টিকেট কালোবাজারি রোধ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।