মানিকগঞ্জে মদসহ প্রাইভেটকার চালক আটক
মানিকগঞ্জের জাগীর এলাকা থেকে গতকাল রোববার রাত ১২টার দিকে মদসহ এক প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আটক রিপন গাজী (২৩) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া গ্রামের বাসিন্দা। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক হাজার ২৯৫ ক্যান বিয়ার ও ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, গতকাল রাতে ছাই রঙের একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো গ ১৩-৭২৭৫) চালিয়ে ঢাকা থেকে যশোর যাচ্ছিলেন রিপন। গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাবের একটি দল সাভার থেকে তাঁকে ধাওয়া করে। এর মধ্যেই মহাসড়ক সংশ্লিষ্ট বিভিন্ন থানায় প্রাইভেটকারটির বিষয়ে বার্তা দেওয়া হলে পুলিশ জাগীর এলাকায় তল্লাশি চৌকি বসায়। রাত ১২টার দিকে প্রাইভেটকারটি ওই এলাকায় গেলে তাতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে প্রাইভেটকারের ভেতর থেকে বিয়ার ও বিদেশি মদের বোতলগুলো পাওয়া যায়।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।