মুঠোফোনে ধর্ষণ দৃশ্য, হুমকি দিয়ে গণধর্ষণ!
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটির বাবা গতকাল রোববার হাতীবান্ধা থানায় মামলা করেছেন। আজ সোমবার লালমনিরহাট সদর হাসপাতালে মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ মার্চ ওই কিশোরী সবজিখেত দেখতে গেলে নূরনবী নামের এক যুবক ধারালো নিঁড়ানির ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে রাকিবুল ইসলাম নামের আরেক যুবক ও একই কাজ করে। দুই যুবক এসব দৃশ্য মুঠোফোনে ধারণ করে। এ দৃশ্য ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই দুই যুবক মেয়েটিকে আবারও ধর্ষণ করে। ওই দুই যুবক মুঠোফোনে দৃশ্য বিভিন্ন মুঠোফোনে ছড়িয়ে দেয়। এরপর এলাকার অন্য যুবকরাও মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকে।
মেয়েটির বাবা থানায় মামলা করলেও আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা করতে পারেনি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন জানান, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।