মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার উথলী ও মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট নাজমুল ইসলাম জানান, আজ বিকেল ৪টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কে ট্রাভেলস পরিবহনের ঢাকাগামী একটি বাসের চাপায় সুমন হাসান (২২) নামের এক সাইকেল আরোহী মারা যান। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে। পরে পুলিশ বাসটি আটক করে। দুর্ঘটনার পর মহাদেবপুর এলাকায় একটি গতিরোধক নির্মাণের দাবিতে স্থানীয় জনতা বিক্ষোভ করে।
এ ছাড়া সকালে একই মহাসড়কের উথলী এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। তাঁর পরিচয় জানা যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।