গাংনীতে যুবককে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের হাসানুজ্জামান হাসের (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর ৬টার দিকে বাড়ির পাশে কামারদাঁড় মাঠে এ ঘটনা ঘটে। নিহত হাসের গাংনী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে গ্রামের প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে বলে জানায় তাঁর পরিবার ও পুলিশ।
পরিবার ও পুলিশ জানিয়েছে, ভোরে গ্রামের কামারদাঁড় মাঠে নিজের ধানখেতে সেচ দেওয়ার জন্য মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা দেন হাসের। সেচপাম্পের কাছাকাছি গেলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা, পেট ও পায়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
হাসেরের বাবা সাদিমান হোসেন অভিযোগ করেন, গ্রামের প্রতিপক্ষের কয়েকজন কয়েক দিন ধরে তাঁকে হত্যার চেষ্টা করছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের কয়েকজন চিহ্নিত হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।