নাইজেরিয়ায় বিরোধীদলীয় নেতা প্রেসিডেন্ট নির্বাচিত
নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারি জয়ী হয়েছেন। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথন পরাজয় মেনে নিয়ে টেলিফোনে বুহারিকে শুভেচ্ছা জানিয়েছেন।
বেসরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ৭২ বছর বয়সী বুহারি তাঁর প্রতিদ্বন্দ্বী জোনাথনের চেয়ে ২০ লাখ ভোট বেশি পেয়েছেন। ২৪টি রাজ্যে তিনি ২৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন।
ইসলামিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সহিংসতার শিকার বোর্নো রাজ্যে ৯৪ শতাংশ ভোট পান বুহারি।
পরাজয়ের পর জোনাথন এক বিবৃতিতে বলেন, ‘আমি দেশে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিজ্ঞা করেছিলাম। আমি আমার কথা রেখেছি।’
জেনারেল বুহারির অল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) এক মুখপাত্র বলেন, এই নির্বাচনের জন্য তিনি (জোনাথন গুডলাক) একজন হিরো হয়ে থাকবেন।
এপিসি এক বিবৃতিতে সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছে এবং পাশাপাশি বিরোধীদের ওপর যেন কোনো ধরনের হামলা না হয়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
গত শনি ও রোববার এই নির্বাচন চলাকালে সহিংসতায় বিরোধী দলের এক নেতাসহ ১৫ জন নিহত হয়।
১৯৮৩ সালের ডিসেম্বরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর বুহারি ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ১৯৮৫ সালের আগস্ট পর্যন্ত নাইজেরিয়া শাসন করেছেন। দীর্ঘ তিন দশক পর তিনি গণতান্ত্রিকভাবে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন।
২০১১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশটির দায়িত্ব পালন করছিলেন গুডলাক জোনাথন।