ইভেন্ট খুঁজে দেবে ফেসবুক
ফেসবুকে প্রতিদিনই নানা ইভেন্টের খোঁজখবর থাকে। উদ্যোক্তারাই বিভিন্ন জনকে এসব ইভেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। ব্যবহারকারীরা আলাদা করে নিজেদের পছন্দমতো ইভেন্ট খুঁজে নিতে পারেন না। ফলে পছন্দের অনেক অনুষ্ঠান হয়ে যাওয়ার পর টের পান তাঁরা।
ব্যবহারকারীরা যেন আর পছন্দের কোনো অনুষ্ঠান ‘মিস’ না করেন, সেজন্য ফেসবুক চালু করেছে তাদের নতুন অপশন ‘ইভেন্টস সাবস্ক্রাইব’। তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, আপনার পছন্দের পেজে থাকবে এই অপশন। আর সেখানে গিয়ে এটিতে ক্লিক করে রাখলে এরপর থেকে ওই পেজের সব ইভেন্টের আমন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে পাবেন আপনি।
আপনার কাছাকাছি এলাকায় ওই প্রতিষ্ঠানের কোনো নতুন ইভেন্ট থাকলে আপনার নোটিফিকেশনে চলে যাবে সেটার খবর। যদি সব ধরনের ইভেন্টে আপনি যেতে না চান তাহলে অপ্রয়োজনীয় ইভেন্টগুলো ‘আনসাবস্ক্রাইব’ করে দিতে পারেন।
আপাতত শুধু ফেসবুকের ওয়েবসাইটেই এই সুবিধা চালু করা হয়েছে। শিগগিরই অ্যাপ্লিকেশনগুলোতেও এই সুবিধা যোগ করা হবে।