নান ধর্ষণের ঘটনায় আরো চার বাংলাদেশি আটক
ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে ৭২ বছর বয়সী খ্রিস্টান নানকে ধর্ষণের ঘটনায় আরো চার বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
পাঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার নাভীন সিংলার বরাত দিয়ে ভারতের ফার্স্ট পোস্ট অনলাইন জানিয়েছে, মোতিনগর এলাকায় অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের আটকের ব্যাপারে কলকাতা পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।
এর আগে ওই ধর্ষণের ঘটনায় মুম্বাই ও উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছিল। এরা দুজন বাংলাদেশি নাগরিক বলে শনাক্ত করা হয়।
গত ২৪ মার্চ পশ্চিমবঙ্গের রানাঘাট এলাকার একটি চার্চে ডাকাতি শেষে বয়স্ক এক নানকে ধর্ষণ করে অজ্ঞাত দুর্বৃত্তরা।