ক্ষমতায় থাকতে মিসরের প্রেসিডেন্টের গণভোট
মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সরকারের শাসনকে আরো সুদৃঢ় করতে আজ শনিবার দেশটিতে গণভোট শুরু হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ সত্ত্বেও তিন দিনব্যাপী এই ভোট গ্রহণের মধ্যদিয়ে সংবিধান পরিবর্তনকে মঞ্জুর করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে আরব বিশ্বের সবচেয়ে বড় এ দেশে সিসির মেয়াদ অন্তত ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হবে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভোটের পর সংবিধান সংশোধন করে ৬৪ বছর বয়সী সিসি নতুন করে আরো ছয় বছর মেয়াদে দেশ শাসনের সুযোগ পাবেন। এর মাধ্যমে বিচার বিভাগের ওপর তাঁর নিয়ন্ত্রণও আরো বাড়বে এবং এটা সামরিক বাহিনীকে রাজনৈতিক ক্ষেত্রে অধিকতর প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে।