বাগেরহাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক দস্যুনেতা নিহত
বাগেরহাটের রামপাল উপজেলার কাটাখালী এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামরুল শেখ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, কামরুল সুন্দরবনের রাজু-ফরহাদ বনদস্যু উপবাহিনীর প্রধান।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, বনদস্যু কামরুল শেখ লোকালয়ে এসেছে খবর পেয়ে র্যাবের একটি দল বুধবার রাতে রামপাল উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালায়। রাত ৮টার দিকে র্যাব সদস্যরা কাটাখালী এলাকায় পৌঁছালে বনদস্যু কামরুলের সহযোগীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। প্রায় পৌনে এক ঘণ্টা এই বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে। র্যাব এলাকায় তল্লাশি চালিয়ে বনদস্যু কামরুলের মৃতদেহ খুঁজে পায়। এ সময় দেশি-বিদেশি আটটি বন্দুক ও ৫০টি গুলি উদ্ধার করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, বন্দুকযুদ্ধে বনদস্যু নিহতের খবর পেয়ে রামপাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।