রাশিয়ায় ট্রলার ডুবে নিহত ৫৪
রাশিয়ার ওখটস্ক সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় অন্তত ৫৪ যাত্রী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১৫ জন। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে তাস জানিয়েছে, ‘আমরা ৫৪ জনের মরদেহ উদ্ধার করেছি। ৬৩ ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
দেশটির দূর পূর্বাঞ্চলের প্রধান শহর মাগাদান থেকে ২৫০ কিলোমিটার দূরে কামচাতকা উপকূলে দালনি ভস্তক ট্রলারটি ডুবে যায়। এ সময় এতে ১৩২ যাত্রী ছিলেন।
স্থানীয় উদ্ধার সমন্বয়কারী কেন্দ্র থেকে এক কর্মকর্তা তাসকে জানিয়েছেন, ট্রলারে ৭৮ জন রাশিয়ার নাগরিক ছিলেন। এ ছাড়া প্রায় মিয়ানমারের ৪০ জন এবং বাকিরা ইউক্রেন, লিথুয়ানিয়া ও ভানুয়াতুর নাগরিক।