দায় স্বীকার আল শাবাবের, খ্রিস্টান শিক্ষার্থীদের জিম্মি
কেনিয়ায় গার্সিয়া বিশ্ববিদ্যালয় কলেজে হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন আল শাবাব। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের খ্রিস্টান শিক্ষার্থীদের জিম্মি করার কথাও জানিয়েছে আল শাবাব।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেশ কয়েক ঘণ্টা ধরে কেনিয়ার নিরাপত্তা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে আল শাবাবের। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ে হামলা শুরু করে আল শাবাব।
আজ বৃহস্পতিবার কেনিয়ার পূর্বাঞ্চলে সোমালিয়ার সীমান্তবর্তী এলাকায় গার্সিয়া বিশ্ববিদ্যালয় কলেজে হামলা করে আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিগোষ্ঠী আল শাবাব। ওই হামলায় ১৪ জন নিহত হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার পরই হামলায় দায় স্বীকার করেছে আল শাবাব।
কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোনেত বলেছেন, পুলিশ ও সেনাসদস্যরা গার্সিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ঘিরে রেখেছেন এবং বন্দুকধারীদের আটক করার চেষ্টা করছেন।
আল শাবাবের মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব রয়টার্সকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান শিক্ষার্থীদের জিম্মি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা মুসলমানদের আলাদা করছি এবং মুক্ত করে দিচ্ছি।’
গার্সিয়াতে হামলার কারণ জানিয়ে সংবাদমাধ্যম বিবিসিকে আল শাবাবের আরেক মুখপাত্র বলেছেন, ‘মুসলমান ভূমিতে তা একটি অমুসলমান কলোনি।’
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ এনকায়সেরি বিবিসিকে বলেছেন, ৮১৫ শিক্ষার্থীর মধ্যে ৫৩৫ জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। হামলার সময় কতজন শিক্ষার্থী ক্যাম্পাসে ছিল তাও জানা নেই বলে তিনি জানান।
কেনিয়ার রেডক্রস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এ পর্যন্ত ৫০ জন শিক্ষার্থী জিম্মি অবস্থা থেকে মুক্ত হয়ে ফিরে এসেছে। দিনভর ভবনগুলোর ছাদ থেকে গুলিবর্ষণের শব্দ পাওয়া যায়।
এদিকে সারা গার্সিয়াজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের প্রায় সব দোকান বন্ধ আছে। রাস্তাঘাটে কোনো মানুষ নেই।