চাটখিলে যুবকের হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ
নোয়াখালীর চাটখিলে মো. কবির (৩৫) নামের এক যুবকের হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ছোবানপুর গ্রামের মাধবপুর এলাকায় লাশটি দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসিম উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশটি ডাকাত ও সন্ত্রাসী গ্রুপ কবির বাহিনীর প্রধানের। ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে অন্য কোনো গ্রুপের ক্যাডাররা তাঁকে হত্যা করে থাকতে পারে।
ওসি আরো জানান, কবিরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ, চাটখিলসহ কয়েকটি থানায় হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ত্রাসসহ ১০ থেকে ১২টি মামলা ছিল। একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন কবির।