ইরান চুক্তি ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি : নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা চুক্তির রূপরেখা বাস্তবায়ন হলে তা ইসরাইলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে।
আজ শুক্রবার নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভের এক টুইটার বার্তার বরাত দিয়ে বাসস জানায়, ‘ওবামাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চুক্তির রূপরেখা বাস্তবায়ন হলে ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।’
রেগেভ জানিয়েছেন, ওবামার সঙ্গে টেলিফোনে আলাপকালে নেতানিয়াহু বলেছেন, চুক্তির ফলে ইরান পারমাণবিক বোমা তৈরির পথ থেকে সরে আসবে না, বরং এটা বোমা তৈরির পথ আরো প্রশস্ত করবে। এ ছাড়া পরমাণু বিষয়ে চলমান সমঝোতার ওপর ভিত্তি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে এর ফলে ‘ভয়াবহ যুদ্ধের হুমকিও বাড়বে’ বলে সতর্ক করেছেন তিনি।
এদিকে ওবামার উদ্ধৃতি দিয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যকার চুক্তির রূপরেখা ‘একটি উল্লেখযোগ্য অগ্রগতি’। ইরানের পারমাণবিক বোমা তৈরির সব পথ বন্ধ করতে এটি একটি স্থায়ী সমন্বিত সমাধান বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
হোয়াইট হাউস জানায়, এয়ারফোর্স ওয়ান থেকে টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে ওবামা চুক্তির পরিকাঠামো নিয়ে আলোচনা করেন। চুক্তির শর্ত অনুযায়ী, ইরান পর্যায়ক্রমে পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং পশ্চিমারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে।
ইসরাইলের কর্মকর্তারা এর আগেও এ চুক্তির রূপরেখাকে ‘ঐতিহাসিক ভুল’ ও ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছিলেন।