৩৭৪ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” এর অধীনে নিম্নোক্ত পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ছয়টি পদে মোট তিনশত চুহাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
অফিস সহকারী, ড্রাইভার, অফিস সহায়ক, ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর এবং একাউন্ট্যান্ট।
পদসংখ্যা
ছয়টি পদে মোট ৩৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একাউন্ট্যান্ট পদের জন্য হিসাববিজ্ঞান/ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক পাস এবং অন্য সব পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক সহ উচ্চমাধ্যমিক / মাধ্যমিক / অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। কিছু কিছু পদের জন্য এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে।সঙ্গে কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন-ভাতা
অফিস সহকারী ও একাউন্ট্যান্ট পদের জন্য ৩৫,০০০ টাকা,
ড্রাইভার ও ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ৩০,০০০ টাকা,
ব্যক্তিগত সহকারী পদের বেতন ২৫,০০০ টাকা এবং
অফিস সহায়ক পদের বেতন ২০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহীত আবেদন ফরম পূরন করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট (www.dls.gov.bd) । আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ১৫ই মে, ২০১৯ বিকেল ৫টা।
সূত্র : যুগান্তর, ২৪ই এপ্রিল, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে