মানিকগঞ্জে পুলিশের অভিযানে আটক ৩৩
মানিকগঞ্জ জেলার দুটি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের আটক করা হয়।
মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে আজ শনিবার সকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিএনপির কর্মী-সমর্থক। তাঁরা হলেন মাসুদ খান ওরফে পাশা (৩৫), আবদুল সহিদ (২২), সুমন প্রামাণিক (২৫), মো. মামুন (৩০) ও মাঈন উদ্দিন (২৮)।
মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি-ডিএসবি) শাহিনুল আলম খান জানান, ধ্বংসাত্মক ও সহিংস কর্মকাণ্ড এড়াতে গতকাল রাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করে। এদের মধ্যে পাঁচজন বিএনপির কর্মী-সমর্থক। বাকি ২৮ জনকে গ্রেপ্তারি পরোয়ানায় ও নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।