নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগরা ইউনিয়নের খাটুয়াইর এলাকায় ফসল রক্ষায় বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণ করা হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।
নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার এনটিভি অনলাইনকে জানান, এই বাঁধ নির্মাণ সম্পন্ন হলে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পশ্চিম অংশসহ পূর্বধলা উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ১৫ হাজার হেক্টর কৃষিজমি ও ঘরবাড়ি বন্যার কবল থেকে রক্ষা পাবে।
বাঁধ নির্মাণকাজের উদ্বোধন শেষে ঘাগরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু উদ্দিন আকন্দের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন প্রমুখ।