দুর্নীতিরোধে আম আদমির অ্যাপ
ভারতে দুর্নীতিরোধে আনা হচ্ছে স্মার্টফোনের অ্যাপ। অ্যাপটি দুর্নীতিরোধে ছদ্মবেশী অভিযানের সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে গোপনে কোনো ব্যক্তির কথাবার্তা বা ভিডিও ধারণ করা যাবে। একটি প্রকল্পের অধীনে অ্যাপটি বানাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)।
প্রকল্পের সঙ্গে যুক্ত এএপির এক জ্যেষ্ঠ নেতা এনডিটিভিকে বলেন, ‘এই অ্যাপের ব্যবহারকারী কোনো কিছু রেকর্ড শুরু করলে মোবাইলের পর্দা কালো হয়ে যাবে। এতে মনে হবে যেন মোবাইলটি বন্ধ আছে।’ তিনি বলেন, সরকার নিয়ন্ত্রিত একটি সার্ভার থেকে এ অ্যাপটির ব্যবহার পর্যবেক্ষণ করে দেখা হবে। ইন্টারনেট সংযোগ থাকা স্মার্টফোনগুলোতে এটি ব্যবহার করা যাবে। কোনো অডিও বা ভিডিও রেকর্ড হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই এটা সরকারি সার্ভারে সংরক্ষিত হবে। মোবাইল নষ্ট হয়ে গেলেও তথ্য-উপাত্ত নষ্ট হবে না। এ অ্যাপটির মাধ্যমে সংগৃহীত উপাত্তকে যাচাই-বাছাই করে দেখতে পারবেন সরকারের কর্মকর্তা-কর্মচারীরা।
এক মাসের মধ্যে দিল্লি সরকার অ্যাপটি চালু করবে। পাশাপাশি আগামীকাল রোববার দুর্নীতিবিরোধী হেল্পলাইন ‘১০৩১’ চালুরও সিদ্ধান্ত নিয়েছে এএপি সরকার। সরকারি প্রতিষ্ঠানে কারো কাছে ঘুষ চাওয়া হলে এই নম্বরে কল করে অভিযোগ করা যাবে।
ঘুষ চাওয়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ছদ্মবেশী অভিযান চালাতে বিভিন্ন সময়ে জনগণকে উৎসাহিত করেছেন কেজরিওয়াল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণের সময়ও তাঁর এই অবস্থান পুনর্ব্যক্ত করেছিলেন।
দিল্লিতে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এএপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি বিধানসভার ৭০ আসনের ৬৭টিতেই জয়ী হয়।