মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সচিব ও রাষ্ট্রদূত নিহত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রয়েছেন।
বার্তা সংস্থা এএফপির বরাতে বাসস জানিয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে কুয়ালালামপুরের দক্ষিণে সেমেনি শহরের একটি রাবারবাগানে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন। নিহতদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব আজলিন আলিয়াস এবং আইনপ্রণেতা ও নাজিবের রাজনৈতিক দল ইউএমএনওর জ্যেষ্ঠ সদস্য জামালউদ্দীন জারজিস রয়েছেন। জামালউদ্দীন যুক্তরাষ্ট্রে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আজ রোববার প্রকাশ করা হয় বলে জানিয়েছে রয়টার্স। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামা আজ রোববার জানায়, ভারী বৃষ্টির মধ্যে হেলিকপ্টারটি আকাশেই বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি আজ খুবই দুঃখ ভারাক্রান্ত। জামালউদ্দীন জারজিস বহু বছর ধরে আমার বন্ধু ছিলেন এবং এখন আমার সত্যিকার বন্ধু বলে কেউ থাকল না।’ তিনি বলেন, ‘আজলিন আমার মুখ্য ব্যক্তিগত সচিব ছিলেন এবং তিনি সত্যিই বিশ্বস্ত সরকারি কর্মকর্তা ছিলেন। মালয়েশিয়ার সরকার, ইউএমএনও পার্টি ও মালয়েশিয়ার প্রতি এই দুজনের অবদান খুবই উল্লেখযোগ্য।’ প্রধানমন্ত্রী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
পরিবহনমন্ত্রী লিও তিয়ং লাই পৃথক বিবৃতিতে বলেন, ছয় আরোহীর লাশ উদ্ধার করে কুয়ালালামপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘এটা সত্যিই একটা বিরাট ক্ষতি। এই দুঃসময়ে নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি তারা যাতে শিগগিরই শোক কাটিয়ে উঠতে পারে।’