লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, রোববার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগর কোঠাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. সাদ্দাম হোসেন (২৫) উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে দাবি করেছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কিরণ পাটোয়ারী। তিনি এনটিভি অনলাইনকে বলেন, সাদ্দাম হামছাদী গ্রামের ভূঁইয়াবাড়ির আমানত উল্যার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাদ্দাম কোঠাবাড়িতে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় অস্ত্রধারীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) মো. জুনায়েত কাউছার এনটিভি অনলাইনকে জানান, সাদ্দামের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।