সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের ইন্তেকাল
ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ ফজলুর রহমান সুলতান (৮৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফজলুর রহমান সুলতান এক ছেলে, চার মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সুলতানের ছেলে মো. মুশফিকুর রহমান জানান, ২ এপ্রিল হার্টের সমস্যার জন্য তাঁর বাবাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার বিকেল সাড়ে ৩টায় অস্ত্রোপচার করা হয়। ওই দিনই রাত ১২টায় তিনি মারা যান।
আজ সোমবার জোহরের নামাজের পর ময়মনসিংহ বড় মসজিদে ফজলুর রহমান সুলতানের প্রথম জানাজা হয়। জানাজায় দলীয় সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ পৌরসভার বর্তমান মেয়র (আ.লীগ), দক্ষিণ জেলা বিএনপির নেতা, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অসংখ্য গুণগ্রাহীসহ দল-মত নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেন। এর আগে ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে মরদেহ নেওয়ার পর তাঁর কফিনে দলীয় পতাকা জড়িয়ে শ্রদ্ধা জানান নেতারা।
আগামীকাল মঙ্গলবার জোহরের নামাজের পর গফরগাঁও হো-হাটা মাঠে ফজলুর রহমান সুলতানের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে তাঁর ছেলে মুশফিকুর রহমান জানিয়েছেন।