আফগানিস্তানে এবার জঙ্গিগোষ্ঠী আইএস
মুখোশধারী কয়েকজন ব্যক্তি প্রশিক্ষণ নিচ্ছে, পাশে দাঁড়িয়ে আরো কয়েকজনের হাতে জঙ্গিগোষ্ঠী আইএসের কালো পতাকা। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি উপত্যকায় সিএনএনের ক্যামেরার সামনে এভাবেই ধরা দিয়েছে আইএসের প্রতি আনুগত্য প্রকাশকারী কয়েকজন।
এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে বার্তা দেওয়া হয়েছে : আফগানিস্তানের সামনে কঠিন সময় আসছে। যুদ্ধবিধ্বস্ত এই দেশটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, তালেবানও ভেঙে দুর্বল হয়ে গেছে, তরুণদের মোহভঙ্গ হয়েছে। আইএসের প্রতি আনুগত্য প্রকাশকারী লোকজন হাতে তৈরি পতাকা নিয়ে এই প্রথমবারের মতো ক্যামেরাবন্দী হয়েছে।
আইএসের এই উত্থানকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ‘ভয়াবহ হুমকি’ হিসেবেই দেখছেন।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আফগানিস্তানে আইএসের এই উপস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় জঙ্গিরা বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তারা স্বপ্নভঙ্গ হয়ে যাওয়া তালেবান সদস্যদের দলে ভেড়ানোর চেষ্টা করছে।
সিএনএনের প্রতিনিধি জানান, উপত্যকায় এই ব্যক্তিরা তাদের অস্ত্র প্রদর্শন করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে। আচরণে তারা একটু অমার্জিত। তারা সবাই মুখোশ পরে রয়েছে, সবাই সেনাবাহিনীর মতো পোশাক পরেছে।
মুখোশধারীদের একজন সিএনএনকে বলেন, ‘আমরা এক বন্ধুর মাধ্যমে আইএসের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। এই বন্ধু আফগানিস্তানের হেলমান্দে বসবাস করে। তিনি আমাদের জানিয়েছেন, আইএসের সদস্যরা আফগানিস্তানে আসছে এবং আমাদের সঙ্গে যোগ দেবে। আমরা তাদের প্রতি আনুগত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।’