মানিকগঞ্জে আটক ৩৬
মানিকগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় গতকাল রাতে নাশকতাবিরোধী অভিযান চালিয়ে পুলিশ এদের আটক করেছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলায় আরো ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা বিশেষ শাখার (ডিএসবি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিনুল ইসলাম খান জানান, ২০-দলীয় জোটের চলমান অবরোধ-হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে—এমন অভিযোগে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নূরুল আমিন রিপন (৩৫), মো. জসিম (৪০), মো. মধু মিয়া (৩৫) এবং সিংগাইর থানা এলাকায় মো. দেলোয়ার হোসেন (৩৩) ও মো. অনিক মিয়াকে (১৮) আটক করা হয়। তাঁরা সবাই বিএনপির সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলায় আরো ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএসপি শাহিনুল ইসলাম জানান।