লক্ষ্মীপুরে সড়কে যুবকের লাশ
লক্ষ্মীপুরের কমলনগরে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা জানান, আজ ভোরে কমলনগর উপজেলায় গনিপুর আন্দারঘর এলাকার রামগতি-লক্ষ্মীপুর সড়কে গুরুতর আহত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দিলে তারা আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় ওই যুবক আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
এদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারিতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাঁদের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুলতান আহমেদ (৬৫), কোহিনুর বেগম (৩০), রবিন (৫) ও কামাল (১৭)।