হবিগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে চারজন নিহত
হবিগঞ্জ শহরতলির উমেদনগরে ট্রাক্টর ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অগ্রদূত ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লাল মিয়া (৬৫), রামগঞ্জের কলিম মিয়া (৩৫), রহিমা বেগম (৩০) ও এক বছর বয়সী শিশু সামিয়া আক্তার। নিহত শিশু সামিয়ার মা গুরুতর আহত হয়েছেন। মায়ের চেতনা না ফেরায় তিনি জানতে পারেননি সন্তানের মৃত্যুর খবর।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উমেদনগরে অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে বালুবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে এর সব যাত্রী গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মারা যান একজন। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।
পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।