কুষ্টিয়ায় গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুরে একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কালিদাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো কালিদাসপুর গ্রামের রফিকুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে জিনিয়াস এবং তাঁর ভাই ইদ্রিস আলীর চার বছরের মেয়ে লামিয়া।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পাশের একটি গর্তে নামলে সেখানে জমে থাকা পানিতে ডুবে মারা যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। মৃত জিনিয়াস ও লামিয়া চাচাতো ভাইবোন।