মেহেরপুরে ছয় বিএনপিকর্মী আটক
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজ বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে জানান, জামায়াতের হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত আছে আছে। এর অংশ হিসেবে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।